Moner Password Lyrics Anupam Roy
Moner Password Lyrics: The Bengali song is sung by Anupam Roy and has music by Anupam Roy While Anupam Roy has written the Moner Password lyrics.
Moner Password Song Anupam Roy Details
Vocal/Singer | Anupam Roy |
---|---|
Music Comsposer | Anupam Roy |
Lyricist | Anupam Roy |
Moner Password Lyrics Anupam Roy
আজ তোমার হাতে কি সময় আছে?
গতমাসে বললে পরীক্ষা কাছে।
আজ তো পুজোর দিন পড়াশোনা নেই,
অনেক কথা আছে বলার তোমাকে।
সকাল সন্ধে যায়, তোমার অপেক্ষায়
পাঁচটা মিনিট দাও, তোমায় গান শোনাই।
হাজার মুখের ভিড়ে তুমি ছিলে হলুদ শাড়িতে,
তোমাকে দেখতে পেয়ে ছুটে এলাম এ কেলেঙ্কারিতে।
তুমি সত্যি আমায় যদি মন থেকে ভালোবাসো আজ তবে বুঝিয়ে দাও।
তুমি সত্যি আমায় যদি মন থেকে ভালোবাসো আজ তবে বুঝিয়ে দাও।
এই মাইক্রোফোনের মুখে মুখ রেখে চিৎকার করে তুমি শুনিয়ে দাও।
তুমি সত্যি আমায় যদি মন থেকে ভালোবাসো আজ তবে বুঝিয়ে দাও।
Let me sign in, sign in, sign in, sign in –
মনের পাসওয়ার্ডটা কী?
আমি ডিম ভাজতে পারি প্রয়োজন এলে,
আমি চা সিগারেট খাই না, কোনো নেশা নেই।
তুমি চাকরি যদি পেলে অন্য স্টেটে,
লঙ ডিস্টান্স প্রেমেও নেই আপত্তি যে।
দুজনে রাত্তিরে করব ভিডিও চ্যাট,
তারপর একদিন ঠিক শহরে কিনব ফ্ল্যাট।
জানি এই স্বপ্ন দেখার সাবস্ক্রিবশানে পয়সা লাগে না,
তোমার ঘুমিয়ে থাকা অনুভূতি কেন জাগে না?
তুমি সত্যি আমায় যদি মন থেকে ভালোবাসো আজ তবে বুঝিয়ে দাও।
তুমি সত্যি আমায় যদি মন থেকে ভালোবাসো আজ তবে বুঝিয়ে দাও।
এই মাইক্রোফোনের মুখে মুখ রেখে চিৎকার করে তুমি শুনিয়ে দাও।
তুমি সত্যি আমায় যদি মন থেকে ভালোবাসো আজ তবে বুঝিয়ে দাও।
Let me sign in, sign in, sign in, sign in –
মনের পাসওয়ার্ডটা কী?